২০১৮-১৯ অর্থবছরে চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উল্লেখযোগ্য অর্জন
চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার-এর বিগত ৫৮ বছরের ইতিহাসে ২০১৮-১৯ অর্থবছর-টি অভূতপূর্ব ও অভিস্মরণীয় একটি বছর। বর্তমান সরকারের ভিশন-২০২১ অর্থাৎ ২০২১ সালের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার তার দৃষ্টিনন্দন বাহ্যিক রূপ-বৈচিত্র এবং পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে যুগোপযোগী তথ্যসেবা প্রদানে নিজেকে আধুনিকায়নের মাধ্যমে স্বরূপে আত্মপ্রকাশের ভিত্তিবছর হলো চলতি ২০১৮-১৯ অর্থবছর। কেননা, শিল্প-সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে ১৯২৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট’ ভেঙে সেখানে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সুযোগ-সুবিধা সমৃদ্ধ ১৫তলা বিশিষ্ট লাইব্রেরি ভবন, ৮তলা বিশিষ্ট মাল্টিপারপাস কালচারাল কমপ্লেক্স এবং চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের আধুনিকায়নের লক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সানুগ্রহ অনুমোদনক্রমে ২০১৮-১৯ অর্থবছরেই ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট কালচারাল কমপ্লেক্স স্থাপন’ শীর্ষক প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু করা সম্ভব হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ৪৬,০০০ বর্গফুট আয়তনের পুরাতন ও জরাজীর্ণ ভবন থেকে লক্ষাধিক পুস্তক, বিগত ৪০ বছরের বাঁধাইকৃত পত্র-পত্রিকার ভলিয়্যূম, স্টিল ও কাঠের বিপুল আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রভৃতি স্থানান্তরপূর্বক পুরাতন গ্রন্থাগার ভবন খালি করে তদস্থলে ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট কালচারাল কমপ্লেক্স স্থাপন’ শীর্ষক প্রকল্পের কাজ যথাসময়ে শুরু করার সুযোগ সৃষ্টি করাটা ছিল এ গণগ্রন্থাগারের জন্য স্মরণকালের সর্ববৃহৎ একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের অভীষ্ট লক্ষে পৌঁছার ভিত্তি স্থাপন করা সম্ভব হয়েছে ২০১৮-১৯ অর্থবছরে। চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের ২০১৮-১৯ অর্থবছরের উল্লেখযোগ্য অর্জন বা কর্মকান্ডের বর্ণনা নিম্নে বুলেট আকারে উল্লেখ করা হলো:
চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের পুরাতন ভবন
জাতীয় গ্রন্থাগার দিবস, ২০১৯ এর র্যালির স্থিরচিত্র
২০১৮-১৯ অর্থবছরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের স্থিরচিত্র
গুগল ম্যাপে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রাম ও মুসলিম ইনস্টিটিউট হল
|
আমাদের ডাক ঠিকানা ও অনলাইন ঠিকানা
|
ডাক যোগাযোগ
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রাম কে.সি.দে রোড, কেন্দ্রীয় শহিদ মিনার, নন্দনকানন, কোতোয়ালী, চট্টগ্রাম (সিনেমা প্যালেস মোড় সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে) অনলাইন যোগাযোগ ওয়েবাসাইট: publiclibrary.chittagongdiv.gov.bd টেলিফোন: ০২৩৩৩৩৮৮৭০০ (অফিস সময়) মোবাইল নম্বর (হোয়্যাটসএ্যাপসহ): ০১৩৩২৮৪৫৭৩৮ যে কোন অনুসন্ধান: ০১৩৩২৮৪৫৭৩৯ ইমেইল: dgplchittagong@gmail.com |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস