Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস ও গ্রন্থাগার খোলা: প্রতি শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ### গ্রন্থাগার বন্ধ: প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন । ভবন নির্মাণের কারণে আপাতত গ্রন্থাগারে বসে বইপাঠ সেবাটি বন্ধ রয়েছে তবে প্রতিযোগিতা ও গ্রন্থাগার সম্পর্কিত অন্যান্য তথ্য গ্রন্থাগারে এসে নেয়া যাবে।


এক নজরে
০১. গ্রন্থাগারের নাম ও ঠিকানা : বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রাম
০২. অধিদপ্তরের নাম : গণগ্রন্থাগার অধিদপ্তর
০৩. মন্ত্রণালয়ের নাম :  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
০৪. গ্রন্থাগার প্রতিষ্ঠার তারিখ  : ২০ ডিসেম্বর ১৯৬০
০৫. উদ্বোধনের তারিখ :  ২০ ডিসেম্বর ১৯৬৩
০৬. ভবনের প্রকৃতি :  ভাড়াকৃত, আয়তন: ১১৬০০ বর্গফুট
০৭. ভবন উদ্বোধনের তারিখ :  -
০৮. প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস :  গণগ্রন্থাগার ১৯৬৩ সনের ২০ ডিসেম্বর স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সরকার ১৯৮০-৮৮ সালে ২৩৮.৪৫ লক্ষ টাকা ব্যয়ে ৪(চার) তলা ভবনের (৪৬,০০০ বর্গফুট) নির্মাণ কাজ হাতে নেয় এবং নির্মাণ কাজ সমাপ্ত করে ১৯৮৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে উক্ত ভবনটি জনসাধারনের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
০৯. গ্রন্থাগারে পুস্তক সংখ্যা :  ১০২১০৭ (২৫.০৯.২০১৯ খ্রি. পর্যন্ত)।
১০. পত্র-পত্রিকা ও সাময়িকী (ক্রয়কৃত) :  (১) দেশী (দৈনিক) - ক. বাংলা-২৪টি, খ. ইংরেজী-০৬টি, মোট = ৩০ টি
(২) সাময়িকী :  দেশী-২৫টি, বিদেশী-৬টি, মোট = ৩১ টি। 
সৌজন্যে প্রাপ্ত :  ২৫টি (কম/বেশি)।
১১. জনসেবার ক্ষেত্রে কার্যক্রম :  সর্বস্তরের পাঠকদের তথ্য সেবা দেয়ার জন্য সকাল ০৮.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত বিরতিহীনভাবে (দুই শিফ্টে) বিনামূল্যে সকল বিষয়ের বই ও পত্র-পত্রিকা পাঠের সুবিধা, নামমাত্র জামানতে পুস্তক ধার প্রদান, বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সর্বসাধারণের অংশ গ্রহণের সুবিধা বিদ্যমান রয়েছে।
১২. জনবলের বিবরণ : 
 
ক্র:নং শ্রেণী মঞ্জুরীকৃত পদের সংখ্যা পূরণকৃত পদের সংখ্যা শূণ্য পদের সংখ্যা মন্তব্য
ক) প্রথম
মঞ্জুরীকৃত পদের সংখ্য: ০২
পূরণকৃত পদের সংখ্যা: ০২
শূণ্য পদের সংখ্যা: ০০
তৃতীয় শ্রেণীর কর্মরত ১১ জন কর্মচারীর মধ্যে ৫ জন কর্মচারীকে বিভিন্ন জেলা সরকারি গণগ্রন্থাগারে সংযুক্তির মাধ্যমে কর্মরত রাখা হয়েছে। এতে এ গ্রন্থাগারের দৈনন্দিন কার্য পরিচালনায় বিবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে।
খ) দ্বিতীয়
মঞ্জুরীকৃত পদের সংখ্য: ০১
পূরণকৃত পদের সংখ্যা: ০১
শূণ্য পদের সংখ্যা: ০০
গ) তৃতীয়
মঞ্জুরীকৃত পদের সংখ্য: ২০
পূরণকৃত পদের সংখ্যা: ০৯
শূণ্য পদের সংখ্যা: ১১
ঘ) চতুর্থ
মঞ্জুরীকৃত পদের সংখ্য: ১৮
পূরণকৃত পদের সংখ্যা: ১২
শূণ্য পদের সংখ্যা: ৬
মোট : 
মঞ্জুরীকৃত পদের সংখ্য: ৪১
পূরণকৃত পদের সংখ্যা: ২৪
শূণ্য পদের সংখ্যা: ১৭
 
* উপরোক্ত পদগুলো ছাড়া আনুষঙ্গিক খাতে ১টি চতুর্থ শ্রেণীর অস্থায়ী পদ বিদ্যমান রয়েছে।
১৩. পাঠক ও পাঠকক্ষ সংক্রান্ত তথ্য :  (ক) পাঠকক্ষের সংখ্যা-০৪ টি (খ) সর্বমোট আসন সংখ্যা-৩২০ টি (গ) সদস্য সংখ্যা-১৬০ জন
 
১৪. সমস্যাবলী :  ক) শূন্যপদগুলো জরুরিভিত্তিতে পূরণ করা একান্ত প্রয়োজন।
 
খ) ১৯৮৮-৮৯ সালে গ্রন্থাগার ভবনটি নির্মাণ করা হয়। এর পর দীর্ঘ ২২/২১ বছরে গ্রন্থাগার ভবনের তেমন কোন রক্ষণাবেক্ষণ কাজ হয়নি। ১৯৯৭ সালের ভূমিকম্পে গণগ্রন্থাগার ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। তাই জরুরিভিত্তিতে গ্রন্থাগার ভবনটি মেরামত করা প্রয়োজন। সাম্প্রতিক কালে গণপূর্ত বিভাগ কর্তৃক সীমিত পরিসরে কিছু মেরামত কাজ করা হচ্ছে। 
 

LOCATION MAP