Title
5 February 2025 National Library Day 2025 celebrated at Divisional Govt. Public Library, Chattogram
Details
আজ ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। এ বছর ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সমগ্র দেশব্যাপী জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন এর অংশ হিসেবে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রামেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
আজ সকাল ১০.৩০ মিনিট এ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রাম সংলগ্ন নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে
দিবসটি উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, চট্টগ্রাম এর নিজস্ব কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত গুণী লেখক ও শিক্ষক জনাব ড. হরিশংকর জলদাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. দিদারুল আলম। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর জনাব মো: জামাল হোসেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর লাইব্রেরিয়ান জনাব মো : মানিক হোসেন ভূঁঞা এবং সম্মিলিত পাঠাগার আন্দোলন চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব এডভোকেট মুজিবুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র দপ্তর প্রধান সহকারী পরিচালক জনাব মো: মাসুদ রানা। আলোচনা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন, বইপাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার ৩৩জন বিজয়ীকে পুরস্কার হিসেবে বই, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বক্তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে বই, গ্রন্থাগার ও মানবিক মানুষ হবার প্রতি গুরুত্ত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। সকলেই বই ও গ্রন্থাগার এর সাথে উপস্থিত সকলকে নিবিড় সম্পর্ক স্থাপনের প্রতি আহবান জানান। আলোচনা সভা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বেসরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে গ্রন্থাগারপ্রেমী ও বেসরকারি গণগ্রন্থাগার এর অংশীজনদের নিয়ে সীমিত পরিসরে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা ও গান পরিবেশন করা হয়।
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।